কেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন?
বর্তমানে বিশ্বে গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমই আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে পন্যের মোড়ক তৈরি করা ইত্যাদি কাজ গুলো গ্রাফিক্স ডিজাইনার দিয়েই করতে হবে।
মোটকথা আপনি যা ই করেন না কেন কাজটি ভালো ভাবে করতে হলে গ্রাফিক্সের প্রেসজেন্টেশন লাগবেই।
তাই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে বর্তমান চাকরীর বাজারে আপনাকে ঘুরতে হবে না। ভালো কাজ জানলে চাকরীই আপনাকে খুজে নিবে।
বর্তমানে আমাদের দেশে নতুন নতুন অনেক কোম্পানী তৈরি হচ্ছে তাদের ডিজাইনার প্রয়োজন হয় ভালো কাজ জানলে দেশীয় কোম্পানি-তে জব করতে পারবেন।
যারা গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাদের জন্যও আছে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনেক টাকা আয়ের সুযোগ। Fiverr, Freelancer, Upwork সহ অনেক বড় বড় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আছে যেখানে আপনি UI ডিজাইন, ব্যানার, লোগো, পোস্টার, টি-শার্ট্,ফেস্টুন, পিএসডি ডিজাইন এর উপর ফিক্সড বা হাওয়ারলি রেটে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। তবে নতুন অবস্থায় Fiverr এবং Freelancer মার্কেটপ্লেস ভালো । আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস এর স্টুডেন্টদের এই ২ টি মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় তা বিস্তারিত শিখিয়ে থাকি।
মূলকথা হচ্ছে একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার কখনোই বেকার থাকেনা। বর্তমানে অনলাইনে ভাল কাজ জানলে অনেক কাজের সুযোগ আছে । আমাদের লাইভ ক্লাস এর ছাত্র-ছাত্রীরা ঘরে বসে এই ধরনের কাজ গুলো শিখে এখন অনেকেই অনলাইনে ভালো টাকা আয় করছে ।
Adobe Illustrator Master Class
File Size: 1.9 GB
0 Comments: