A college student who will do just about anything for Internet fame is kidnapped by a fan, and her reluctant roommate is the only one who can save her in this horror satire of popularity culture.
Release year: 13/Jan/2016 Running time: 02:48 hour Directed by: Sukumar Produced by:B. V. S. N. Prasad Written by : Buchibabu Sana, Srinivas Rungali, Vikram Juthika (dialogues) Story by: Sukumar Hussain, Sha Kiran
Starring N. T. Rama Rao Jr. , Rakul Preet Singh, Rajendra Prasad , Jagapati Babu, Srinivas Avasarala
Abhiram, son of a businessman, learns that his father once lost all his wealth because of a cunning man Krishnamurthy Kautilya. He decides to seek revenge on Krishnamurthy and take away his fortune.
IMDb Rating: 6.4/10 Genre: Action, Science Fiction Release year: 24/Jan/2020 Running time: 02:29 hour Directed by: Vi Anand Produced by: Ram Talluri Written by: Vi Anand, Abburi Ravi (dialogues) Screenplay by : Vi Anand Story by: Vi Anand Starring: Ravi Teja, Payal Rajput, Nabha Natesh, Tanya Hope
Found frozen and brain dead in Ladakh, Vasu is brought back to life but with no memories of who he was, until he starts to regain his past and piece it together to find the people responsible for his murder.
বর্তমান অনলাইন জগতে কত কিছুই না করা সম্ভব। শুধুমাত্র নেট কানেক্টশন দিয়ে ঘরে বসেই আয় করা সম্ভব। আর তা যদি হয় কপি, পেস্ট আর শেয়ারের কাজ তাহলে কে না তা করতে চায়। আজ আপনাদের জন্য একটি বিশস্ত সাইট নিয়ে আলোচনা করবো যে সাইটে আপনি কাজ করে পেমেন্ট পেতে কোনো রকম সমস্যা হবে না।
za.gl একটি বিশস্ত সাইট। এটি দীর্ঘদিন যাবৎ আমাদের পেমেন্ট দিয়ে আসতেছে। এখানে কাজ করা একদম সহজ।
কিভাবে রেজিস্টার করবেন?
রেজিষ্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন (মোবাইল, ল্যাপটব, কম্পিউটার ব্যবহার করতে পারবেন।
রেজিস্টার ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করুন তারপর জিমেইল এ গিয়ে জিমেইল ভেরিফাই করে লগিন করুন।
কীভাবে কাজ করবেন?
এখানে কাজ করা একদম সহজ তা আগেই বলেছি। কাজ করার জন্য যেকোন কিছুর লিঙ্ক (যেমন: ভিডিও, খবর ইত্যাদি) কপি করে নিয়ে za.gl এসে সর্টেন লিঙ্ক এর ফাকা জায়গায় বসিয়ে দিয়ে লিঙ্কটি সর্ট করে নিন। তারপর নিচে বড়ো লিঙ্কটি ছোট হয়ে গেলে কপি করুন তারপর যেকোন গ্রুফে (যেমন: ফেসবুক, হোয়াটএ্যাপস, ইমো,টুইটার ,ইউটিউব ইত্যাদি) কপি করা লিঙ্কটি পেস্ট করে দিয়ে শেয়ার করুন।
এখন আপনার শেয়ার করা লিঙ্কে যতজন ক্লিক করবে তার বিনিময়ে আপনাকে একটা নির্দিষ্ট পরিমান ডলার পে করবে za.gl কোম্পানি। আপনি ভালো কোনো গ্রুফে লিঙ্কটি শেয়ার করেন তাহলে অবশ্যই ভালো পরিমাণ ক্লিক পাবেন।
আয় বাড়াবেন কীভাবে?
আয় বাড়ানোর সহজ উপায় হলো রেফারেল বৃদ্ধি করা। আপনার রেফারেলে যতজন জয়েন হবে তার সর্ট করা লিঙ্কে যত পরিমান ক্লিক পরবে তার বিনিময়ে আপনাকে কোম্পানি ৫০% কমিশন দিবে। এছাড়াও আপনি যদি কোনো ভালো খবর কিংবা ভালো ভিডিওর লিঙ্ক সর্ট করে শেয়ার করেন তবে ভালো পরিমান আয় বাড়াতে পারবেন।
টাকা কীভাবে হাতে নিবেন?
এই মাত্র $৫ হলেই টাকা তোলা যায়। টাকা নেয়ার জন্য আপনার অবশ্যই পেপাল কিংবা বিটকয়েন এ্যাকাউন্ট থাকতে হবে। তবে বাংলাদেশ থেকে টাকা তোলার জন্য সবচেয়ে ভালো হয় বিটকয়েনেরর মাধ্যমে। কারণ বাংলাদেশে পেপাল সাপোর্ট করেনা। [বিঃদ্রঃ জয়েন করা সম্পূর্ণ হলে আমাদের হোয়াটস অ্যাপে ইনবক্স করুন। হোয়াটস অ্যাপঃ +8801999070462]
বর্তমানে বিশ্বে গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমই আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে পন্যের মোড়ক তৈরি করা ইত্যাদি কাজ গুলো গ্রাফিক্স ডিজাইনার দিয়েই করতে হবে।
মোটকথা আপনি যা ই করেন না কেন কাজটি ভালো ভাবে করতে হলে গ্রাফিক্সের প্রেসজেন্টেশন লাগবেই।
তাই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে বর্তমান চাকরীর বাজারে আপনাকে ঘুরতে হবে না। ভালো কাজ জানলে চাকরীই আপনাকে খুজে নিবে।
বর্তমানে আমাদের দেশে নতুন নতুন অনেক কোম্পানী তৈরি হচ্ছে তাদের ডিজাইনার প্রয়োজন হয় ভালো কাজ জানলে দেশীয় কোম্পানি-তে জব করতে পারবেন।
যারা গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাদের জন্যও আছে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনেক টাকা আয়ের সুযোগ। Fiverr, Freelancer, Upwork সহ অনেক বড় বড় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আছে যেখানে আপনি UI ডিজাইন, ব্যানার, লোগো, পোস্টার, টি-শার্ট্,ফেস্টুন, পিএসডি ডিজাইন এর উপর ফিক্সড বা হাওয়ারলি রেটে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। তবে নতুন অবস্থায় Fiverr এবং Freelancer মার্কেটপ্লেস ভালো । আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস এর স্টুডেন্টদের এই ২ টি মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় তা বিস্তারিত শিখিয়ে থাকি।
মূলকথা হচ্ছে একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার কখনোই বেকার থাকেনা। বর্তমানে অনলাইনে ভাল কাজ জানলে অনেক কাজের সুযোগ আছে । আমাদের লাইভ ক্লাস এর ছাত্র-ছাত্রীরা ঘরে বসে এই ধরনের কাজ গুলো শিখে এখন অনেকেই অনলাইনে ভালো টাকা আয় করছে ।
Brave Browser এ কাজ করার জন্য আমি আপনাদের গত পোস্টে বলেছিলাম। অনেকে জয়েন করেছেন। আবার অনেকে করছেন না এটা ভেবে সত্যি কি টাকা দেবে!আচ্ছা বলুন তো পেমেন্ট না দিলে আপনাদের মাঝে শেয়ার করে আমার লাভ কি? কোন লাভ নেই।এটি থেকে আমি গত মাসে ৪০+ ডলার আয় করেছি।কিন্তু আয় আরো বেশি হতো কিন্তু সময় দিতে পারিনাই বলে আয়ের পরিমান টা কম ছিল। যাই হোক আমি আপনাদের আজ দেখাবো কিভাবে আপনারা Brave Browser থেকে আয় করবেন এবং পেমেন্ট নিবেন তার A to Z.
অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এখান
থেকে কত টাকা ইনকাম করতে পারবেন?
Brave Browser এর মাধ্যমে আপনি শুধুমাত্র ওয়েব সাইট ব্রাউজ করে প্রতিমাসে 100 BAT (৪৪ USD) আয় করতে পারেন। আপনি আরো আয় করতে পারেন আপনার রেফার লিংকের মাধ্যমে। Brave Browser এর রেফার লিংক দিয়ে ডাউনলোড করে জয়েন করালেই $৭ ডলার দিবে।
তবে শুধু ডাউনলোড করলেই হবে না, তাকে কমপক্ষে ১ মাস এই ব্রাউজারটি ব্যবহার করতে হবে এবং আনইনস্টল করা যাবে না ব্রাউজারটি । তাহলেই আপনি পাবেন ৭ ডলার। এখানে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন। আপনি একটি রেফারের জন্য পাবেন ৭$ ।
বর্তমানে আমাদের সবারই মোবাইল বা পিসি আছে আর আমাদের অনেক বন্ধু রয়েছে।
ধরুন, আপনি আপনার ১০ জন বন্ধুকে দিয়ে এপটি ইনষ্টল করালেন।
তাহলে, আপনি পাবেন- ১০X৫⇛৫০ ডলার, বাংলাদেশে এখন প্রতি ডলারের মূল্য ৮৪টাকা।
তাহলে, আপনি পাবেন- ৮৪X৫০⇛ ৪,২৮০ টাকা।
যদি আপনি টার্গেট নেন প্রতিদিন কমপক্ষে ১ জন করে রেফার করেন এবং প্রতি রেফার থেকে যদি ৭ ডলার করে আয় হয় , তাহলে আপনার মাসিক ইনকাম হলো- ৩০X৫⇛ ১৫০ ডলার, যা বাংলাদেশি টাকায় ১২,৮৮০ হাজার টাকা।
কিভাবে Brave Rewards একাউন্ট করবেন?
আপনারা যারা এখনো জয়েন করেন নি তারা এখানে ক্লিক করে Brave Browser Apps টি ডাউনোলোড করে জয়েন করুন।
Apps টি ডাউনোলোড করার পর ভিডিওটি দেখুনঃ
Sign Up এ ক্লিক করে Brave Browser দিয়ে লিংকটিতে প্রবেশ করুন।সেখানে Become a Creator - এর নিচে বক্সে Enter your E-mail Address (আপনার ই-মেল এড্রেসটি দিন)এবং continue ক্লিক করুন।
আপনার জিমেইল চেক করুন দেখবেন একটি লিংক পাঠিয়েছে।সেটি ক্লিক করে মেইল ভেরিফাই করে নিন।
ব্রাউজারটি ডাউনলোড হলে ওপেন করুন।brave.com ↔ content creator↔sing in↔যে জিমেইল টি দিয়ে sing up করেছিলেন সেটি দিয়ে sing in করুন।লগিন লিংক আপনার জিমেইলে পাবেন।লগিন করা হলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে।
ছবিতে দেখছেন 22.26 BAT এটি আপনার আর্নিং। Refaral Promo Stats আপনার রেফারেলে কতজন জয়েন করেছে তার ডিটেলস।
Add channel এখানে একটি ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল এড করতে হবে।ওয়েব সাইট থাকলেও ইউটিউব চ্যানেল এড করাই উত্তম কারন এটি আপনার জন্য সহজ হবে।
আপনি লিংক টি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং আপনার বন্ধুদের শেয়ার করার মাধ্যমে তাদের ব্রাউজার টি ডাউনলোড করে ১ মাস ব্যবহার করলেই পাবেন ৫ ডলার প্রতি ডাউনলোডে যা ৪০০-৪৫০ টাকার সমান।
এছাড়া ব্রাউজিং করেও আয় করতে পারবেন।
১ এ ক্লিক করুন এবং ২ নং আপশনের জায়গায় Create Wallet অপশন আসবে। সেটিতে ক্লিক করে আপনি Show add অন করে দিন। তাহলে মাসের ২৫ তারিখ আপনার এখানে কয়েন জমা হবে।সেটি আপনার মেইন একাউন্টে টিপস করার মাধ্যমে নিতে পারবেন।
আপনার ব্রেভ একাউন্টের ব্যালেন্স প্রতি মাসের ৯ তারিখ আপনার আপহোল্ড একাউন্টে ট্রান্সফার করে দিবে তারা।
আপ হোল্ড হচ্ছে একটি ক্রিপটোকারেন্সির ওয়ালেট।সেখান থেকে আপনি কিভাবে টাকা বিকাশে নিবেন তা পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেওয়া হবে।
The wife and son of a Mexican drug lord embark on a vengeful quest to kill all those involved in his trial and imprisonment -- including Miami Detective Mike Lowrey. When Mike gets wounded, he teams up with partner Marcus Burnett and AMMO -- a special tactical squad -- to bring the culprits to justice. But the old-school, wisecracking cops must soon learn to get along with their new elite counterparts if they are to take down the vicious cartel that threatens their lives.
Directed by: Adil & Bilall
Produced by: Jerry Bruckheimer, Will Smith, Doug Belgrad
Screenplay by: Chris Bremner, Peter Craig, Joe Carnahan
Story by: Peter Craig, Joe Carnahan
Starring: Will Smith, Martin Lawrence, Paola Núñez and More